বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের অবরোধ, যানজটে ভোগান্তি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:০৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন একটি গার্মেন্টসের শ্রমিকরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন পাইনাদি নতুন মহল্লার এ.এস.টি. গার্মেন্টস লিমিটেডের শতাধিক শ্রমিক।

অবরোধ চলাকালে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকে পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন। পরে ট্রাফিক বিভাগ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ চলাকালে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: ইত্তেফাক
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। ঈদুল ফিতরের আগে বোনাস দেওয়ার কথা থাকলেও সেটিও দেওয়া হয়নি। এমনকি হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটি। এতে করে পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা। কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন তারা। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তাদের মোবাইল বন্ধ রয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে যদি কেউ থানায় অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

ইত্তেফাক/এসএএস