বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নিখোঁজের পরদিন শিশুর মুখ ঝলসানো মরদেহ মিললো ভুট্টাক্ষেতে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২১:৪৮

নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে নিখোঁজের এক দিন পর ৭ বছর বয়সী একটি শিশুর লাশ পাবনার চাটমোহরে ভুট্টাখেত থেকে উদ্ধার করা হয়েছে। লাশটির মুখ ঝলসানো ছিল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশের এক ভুট্টাক্ষেত থেকে পুলিশ বিবস্ত্র লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণ করে পরিচয় গোপন রাখার জন্য তার মুখাবয়ব অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। তার বাবা প্রবাসী।

বড়াইগ্রাম পুলিশ ও পরিবার জানিয়েছে, সোমবার বিকেলে প্রতিবেশির বাড়িতে দেওয়ার জন্য শিশুটি দুধের বাটি হাতে বের হওয়ার নিখোঁজ হয় ওই শিশু। রাতভর খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পায়নি স্বজনেরা। শিশুটির বাড়ির ৩০০ গজ দূরেই পাশ্ববর্তী চাটমোহর উপজেলা। মঙ্গলবার সকালে দিনমজুররা মাঠে কাজ করতে গিয়ে একটি ভুট্টাক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা গিয়ে শিশুটির মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ভুট্টাক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। সেই এলাকাটি চাটমোহর উপজেলার মধ্যে পড়েছে। তাই আইন অনুসারে ঘটনাটির মামলা দায়ের হবে চাটমোহর থানায়। তবে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা পুলিশ কাজ শুরু করেছে। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা তা তদন্তের পরে জানা যাবে।

শিশুটির গলায় আঘাতের চিহ্ন ছিল জানিয়ে ওসি মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে।

ইত্তেফাক/এপি