শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

টেকনাফ মেরিন ড্রাইভের পাশে হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৪:৩০

কক্সবাজারে-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে  অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড -বোমা সদৃশ ১টি বস্তু পাওয়া দেখা গেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কোনকার পাড়া ওয়েভস পয়েন্ট লি: সংলগ্ন এলাকায় তা দেখেন স্থানীরা।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কোনকার পাড়া মেরিন ড্রাইভের পাশে  ওয়েভস পয়েন্ট লি: সংলগ্ন পরিত্যক্ত অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড-বোমা সদৃশ ১টি বস্তু দেখা গেছে এ রকম একটা সংবাদ আমাদের কাছে আসে। 

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এছাড়াও ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।সার্বিক বিষয়ে নজরদারী অব্যাহত আছে।

ইত্তেফাক/এএইচপি