বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে পুলিশ সদস্য

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬:৩৬

কক্সবাজারের রামুতে ইয়াবা নিয়ে এক পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় ইয়াবা উদ্ধারের পাশাপাশি একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) সিরাজুল মোস্তফা।

আটকর হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সিরহাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও রাউজানের বাইন্যারহাট ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)।

এডি সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মন্ডলপাড়া গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের বাড়ির সামনে পার্কিং করা প্রাইভেটকার থেকে সাত হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলঅ করা হয়েছে।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম ফোন করে জানায়- মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ছবি দেখে পুলিশ সদস্য জাহিদুলের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনমাস আগে কক্সবাজারে পোস্টিং হয় জাহিদের। তার স্ত্রীও পুলিশ সদস্য। তারা বাসা নিয়ে থাকতেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এপি