বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ক্ষমতা ছাড়ার পর প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন বাইডেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬:৪৪

সাবেক শীর্ষ মার্কিন নেতা জো বাইডেন তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার পর প্রথমবারের মতো শিকাগোতে (ইলিনয়) আমেরিকানদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। ভাষণটি মার্কিন টিভি চ্যানেলগুলো সম্প্রচার করেছে।

বাইডেন প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সহায়তা প্রদানকারী বেসরকারি সংস্থা 'ACRD' আয়োজিত একটি সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি প্রায় ৩০ মিনিট ধরে বক্তব্য দেন।

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, বর্তমান মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা থেকে বিরত থাকেন বাইডেন। যদিও সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে বর্তমান প্রশাসনের নীতির সমালোচনা করেন।

এছাড়া প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকান সমাজের মধ্যে ক্রমবর্ধমান বিভাজনের ওপর জোর দেন এবং সতর্ক করেন, এই ধরনের মেরুকরণ চলতে পারে না।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই পদে থাকার পর ২০ জানুয়ারি ৮২ বছর বয়সী বাইডেন ট্রাম্পের কাছে হোয়াইট হাউসের দায়িত্ব হস্তান্তর করেন।

ইত্তেফাক/এসকে