বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, সীমান্তে বিক্ষোভ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে মফিজুর রহমান নমের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে ওই যুবককে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। বুধবার সন্ধ্যার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত তিনি ছাড়া পাননি বলে জানিয়েছে মফিজুর রহমানের পরিবার।

 মফিজুর রহমান সদর ইউনিয়নের ফুলতলী ৯নম্বর ওয়ার্ডের মৃত পেঠান বলীর ছেলে। তিনি পেশায় একজন কাঠুরিয়া।

মুফিজুর রহমানের মা নুরজাহান বেগম বলেন, আমার ছেলে শ্রমিকের কাজ করে। ঘটনার দিন আমাকে সালাম করে নিজেদের মালিকানাধীন বাগানে কাঠ আনতে গিয়েছিল। সেখান থেকে তাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সীমান্ত এলাকার একটি স্কুলে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় মিয়ানমার সীমান্তে যোগাযোগ বন্ধের পাশাপাশি মফিজুর রহমানের মুক্তির দাবি জানান তারা। 

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম আবু তাহের ও জসিম উদ্দিন বলেন, মুফিজ খুব ভালো ছেলে। আরাকান আর্মি কেন তাকে ধরে নিয়ে গেছে বুঝতে পারছি না। এই ঘটনায় আশপাশের তিন গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়েছে। ইতিমধ্যে এলাকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। মুফিজকে দ্রুত ফেরত চাই আমরা।

বিজিবি-১১ অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কপিল উদ্দিন কায়েস বলেন, ঘটনাটি জানার পর থেকে ওই যুবককে ফেলত আনার জন্য তৎপরতা চালানো হচ্ছে। যেহেতু দুই দেশের তাই একটু দেরি হচ্ছে। আশা করছি দ্রুত  ‍মুফিজকে ফিরিয়ে আনা সম্ভব হবে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলা ঠিক হবে না। তবে ভুক্তভোগীর পরিবারটি পরামর্শ দিয়েছি এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত অভিযোগ করতে।

ইত্তেফাক/এপি