শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ভারতে প্রিন্সিপালের রুমে গোবর লেপ্টে দিলো ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২২:০৭

ভারতের দিল্লির রানি লক্ষ্মীবাই কলেজের প্রিন্সিপাল প্রত্যুষ বৎসলা কিছুদিন আগে শ্রেণিকক্ষ ঠান্ডা করার জন্য দেয়ালে গোবর লাগিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

শিক্ষার্থীরা এই বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি, তা তখনই বোঝা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে যা ঘটল, তা অনেকে কল্পনাও করেনি।

ছাত্র সংসদের সদস্যরা প্রিন্সিপালের কার্যালয়ে গিয়ে হাজির হন। সঙ্গে ছিল পলিথিনে ভর্তি গোবর। প্রথমে তারা জানতে চান প্রিন্সিপাল কোথায়। একজন নিজেকে ভাইস প্রিন্সিপাল পরিচয় দিয়ে জানান, প্রিন্সিপাল সেখানে নেই।

ছাত্র সংসদের প্রেসিডেন্ট রোনক ক্ষেত্রী জানতে চান, ক্লাসরুমে গোবর লেপার আগে শিক্ষার্থীদের সম্মতি নেওয়া হয়েছিল কি না। কোনো সদুত্তর না পেয়ে একপর্যায়ে তারা প্রিন্সিপালের কক্ষের দেয়ালে গোবর লাগিয়ে দেন।

এ সময়ের একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রনেতা রোনক কলেজ অধ্যক্ষকে কটাক্ষ করছেন। তিনি বলেন, ‘আমাদের পূর্ণ বিশ্বাস, ম্যাডাম এখন তার ঘর থেকে এসি খুলে ছাত্রদের হাতে তুলে দেবেন। গোবর মাখা এই আধুনিক ও প্রাকৃতিক শীতল পরিবেশের ঘর থেকেই কলেজ পরিচালনা করবেন।’

যদিও অধ্যক্ষ আগে দাবি করেছিলেন, ‘স্টাডি অফ হিট স্ট্রেস কন্ট্রোল বাই ইউজিং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান নলেজ’-এর অংশ হিসেবে তিনি দেয়ালে গোবর লেপেছিলেন। এর প্রভাব এক সপ্তাহ পর বোঝা যাবে।

কিন্তু কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও অ্যাসোসিয়েট প্রফেসর নীলম জানিয়েছেন, ‘অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়া এই কাজ করার সিদ্ধান্ত প্রিন্সিপাল কীভাবে নিলেন? কলেজের ক্লাসরুমে যে কোনো পরিবর্তন আনতে হলে অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।’

ইত্তেফাক/এনএন