বরিশালের মুলাদীতে রাতের আঁধারে ঘর থেকে তরুণকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তরুণের স্বজনেরা দাবি করছেন, প্রায় ৮ বছর আগে মারামারিতে পড়ে যাওয়া দাঁতের প্রতিশোধ নিতেই প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে মুলাদী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের তেরচর গ্রামেরঘটনা ঘটে।
ওই গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে নাহিদকে (২১) তার ফুফাতো ভাইয়ের ঘর থেকে তুলে নিয়ে হত্যাচেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে পরিবার।
নাহিদের ফুফাতো ভাই জাহাঙ্গীর হাওলাদার জানান, নাহিদ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। প্রায় ৮ বছর পরে গত মঙ্গলবার গ্রামে বেড়াতে আসেন। বুধবার রাত ১১টার দিকে কেউ একজন নাহিদের নাম ধরে ডাক দেয়। ওই সময় নাহিদ দরজা খুলে দিলে ৮-১০ যুবক তার মুখ বেঁধে বাড়ির উত্তরদিকে পার্শ্ববর্তী বালুর মাঠে নিয়ে যায়। পরে সবাই এগিয়ে আসলে পালিয়ে যায় তারা।
অভিযোগ করে তিনি বলেন, ৮ বছর আগে সাইকেল নিয়ে ঝগড়া স্থানীয় এক তরুণের সঙ্গে নাহিদের ঝগড়া হয়েছিল। ওই সময় নাহিদের ঘুসিতে ওই তরুণের দাঁত পড়ে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। মীমাংসা হলেও নাহিদকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল তারা। সবশেষ বৃহস্পতিবার তারাই দলবল নিয়ে নাহিদের ওপর হামলা চালায়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, রাতের আঁধারে এক তরুণকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে অভিযুক্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।