শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

ক্লেমন নিয়ে এলো নতুন ভ্যারিয়েন্ট ‘ক্লেমন জিরো’

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৩:৩৩

বর্তমানে সকল বয়সের মানুষের মধ্যেই স্বাস্থ্য সচেতনতার প্রবণতা বেড়ে চলেছে। বিশেষ করে খাবার ও সফট ড্রিংকসের বেলায় অনেকেই এখন আরও বেশি সচেতন। অতিরিক্ত চিনি এড়িয়ে চলার কারণে অনেকে সফট ড্রিংকস থেকে দূরে থাকেন, ফলে তাদের প্রাণবন্ত মুহূর্তের তৃপ্তি প্রায়ই অসম্পূর্ণ থেকে যায়।

এই পরিবর্তিত অভ্যাস এবং চাহিদার কথা মাথায় রেখেই, দেশের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার ড্রিংকস ব্র্যান্ড ক্লেমন বাজারে নিয়ে এলো নতুন ভ্যারিয়েন্ট ‘ক্লেমন জিরো’।

ক্লেমন জিরো একটি সুগার-ফ্রি, জিরো ক্যালোরির ক্লিয়ার ড্রিংকস। যা বিশেষভাবে স্বাস্থ্য সচেতন, ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের পাশাপাশি ডায়াবেটিস রোগীদের সফট ড্রিংকসের চাহিদার উপযোগী সমাধান। যারা নিয়মিত জিম, ইয়োগা বা অন্যান্য ফিটনেস রুটিন অনুসরণ করেন, তাদের জন্যও ক্লেমন জিরো হতে পারে তাদের লাইফ স্টাইলের সাথে মানানসই ড্রিংকস।

নতুন এই ভ্যারিয়েন্ট বাজারজাতকরণের অংশ হিসেবে ক্লেমন জিরো যাত্রা শুরু করেছে একটি পূর্ণাঙ্গ ৩৬০ ডিগ্রি মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে। ক্যাম্পেইনে টিভিসি প্রচারের পাশাপাশি চলছে ইন-স্টোর ব্র্যান্ডিং, ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং জিডিএন ব্যানার প্রচারণা। বিভিন্ন মিডিয়ায় ক্যাম্পেইনটির প্রচারণার কারণে ইতিমধ্যে ক্লেমন জিরো সবার মাঝে পরিচিতি লাভ করছে।

ইত্তেফাক/এনএন