ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বড়বল মন্তচর এলাকায় ডা. রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
ভুক্তাভোগী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে ৭-৮ জনের ডাকাতদল বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফেলে। এসময় তার ছেলের গলায় অস্ত্র ধরে ও বিভিন্ন ঘরের আলমারী ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা ও প্রায় ১০ থেকে ১২ ভরি স্বর্ণ লুট করে ডাকাতরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
তিনি আরো বলেন, ডাকাতরা মুখে ঢেকে শুধু হাফ প্যান্ট পরে এসেছিল তাই কাউকে চিনতে পারিনি৷
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনাটি শুনেছি। খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।