সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

জর্ডানে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১০:০৫

জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে সংগঠনটির সব কার্যক্রম বেআইনি বলে বিবেচিত হবে। বুধবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাঘমমন্ত্রী মাজেন ফারায়া এই ঘোষণা দেন। খবর আরব নিউজ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, মুসলিম ব্রাদারহুডের সদস্য বা এর সঙ্গে যুক্ত থাকা এখন আইনত নিষিদ্ধ। সংগঠনটির জর্ডান জুড়ে সব কার্যালয় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে এর সদর দপ্তর ও শাখাগুলো বন্ধের পাশাপাশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংগঠনটির সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। 

স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম ব্রাদারহুডের চলমান কার্যক্রমকে নাগরিকদের জন্য হুমকি, জাতীয় উন্নয়নের অন্তরায় ও অস্থিতিশীলতার কারণ বলে উল্লেখ করেন। তিনি জানান, ভেঙে দেওয়া সংগঠনটির সদস্যরা সংবেদনশীল স্থানগুলোকে টার্গেট করার পরিকল্পনা করছিল। এছাড়া আবাসিক এলাকায় অস্ত্র ও বিস্ফোরক মজুত এবং গোপনে কাজ করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছিল তারা। 

মন্ত্রী বলেন, 'সংগঠনটির পক্ষ থেকে গোপন এজেন্ডা ও বিভেদ সৃষ্টিকারী বক্তব্য জর্ডানের ঐক্যের সঙ্গে সাংঘর্ষিক। আমরা একটি সমাজের সদস্যদের মধ্যে বিভেদ করতে পারি না। সংগঠনটির সম্পত্তি দ্রুত বাজেয়াপ্ত ও নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।' 

গত সপ্তাহে মুসলিম ব্রাদারহুডের ১৬ সদস্যকে গ্রেফতারের পরই এই ঘোষণা এলো। জর্ডানি কর্তৃপক্ষ বলছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার ষড়যন্ত্রের প্রমাণ মিলেছে।

ইত্তেফাক/টিএইচ