শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

জন্মদিনের দুইদিন আগে কনটেন্ট ক্রিয়েটরের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৫১

মাত্র ২৪ বছর বয়সেই মারা গেলেন ভারতের সোশ্যাল মিডিয়া সেনসেশন মিশা আগারওয়াল। তার পরিবার জানিয়েছে, গত ২৪ এপ্রিল মৃত্যু হয়েছে তার। এরপর ২৫ এপ্রিল মিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে। জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের প্রয়াণের খবর প্রকাশ হতেই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে শোকের ছায়া পড়েছে, শোকস্তব্ধ অনুসারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশার জনপ্রিয়তা ছিল নজরকাড়া। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছিল সাড়ে তিন লাখ। মূলত কমেডি ঘরানার ভিডিও নির্মাণের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার প্রায় প্রতিটি ভিডিওই ভাইরাল হয়ে যেত খুব অল্প সময়ের মধ্যেই।

মিশার জন্মদিন ছিল ২৬ এপ্রিল। বেঁচে থাকলে সেদিন ২৫ বছরে পা রাখতেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর। কিন্তু তার আগেই থেমে গেল জীবনের পথচলা।

মিশা আগারওয়াল। ছবি: সংগৃহীত

মিশার বাবা-মা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আপনাদের প্রিয় মিশা আগারওয়াল আর আমাদের মাঝে নেই। আপনারা যেভাবে মিশাকে ভালোবেসেছেন ও সমর্থন করেছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। বাবা-মা হিসেবে আমরা মিশার জন্য গর্বিত। অনুরোধ করছি, মিশাকে আপনাদের স্মৃতিতে স্থান দিন।’ 

তবে মিশার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে নানান জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তায় ভরে উঠেছে মিশার ভক্তদের টাইমলাইন। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা অনলাইন দুনিয়া।

ইত্তেফাক/এসএ