শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় গুজরাটের এক শিক্ষার্থী আটক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৪:০৫

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সেইসঙ্গে কঠোর বার্তা দিয়েছিলেন তিনি। এরপরই হত্যার হুমকি পান ভারতের বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার। 

ইমেইলের মাধ্যমে গম্ভীরকে হত্যার হুমকি দেয় ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়, দু’টি হুমকির বার্তা পান ভারতের এই কোচ। এর প্রেক্ষিতে থানায় অভিযোগও দায়ের করেন তিনি।

গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় তদন্ত করতে গিয়ে উঠে এসেছে গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর নাম। জিগ্নেশ পারমার নামের ওই শিক্ষার্থীকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। সন্ত্রাসী সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ।

জিগ্নেশ পারমারকে জিজ্ঞাসাবাদ করছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ। তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয়েছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ‘তদন্ত করতে গিয়ে জিগ্নেশের নাম উঠে আসে। উনি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। আপাতত তাকে আটক করা হয়েছে। জিগ্নেশের পরিবার জানিয়েছে, ওর মানসিক সমস্যা রয়েছে। তদন্ত এখনও চলছে।’ 

গত বুধবার দুপুরে প্রথম ইমেইল পান গম্ভীর। দ্বিতীয়টি পান বিকালে। দু’টি ইমেলেই লেখা ছিল, ‘আইকিলইউ’। যার অর্থ, ‘আমি তোমাকে হত্যা করবো’। হুমকি পাওয়ার পরপরই দিল্লির রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেন গম্ভীর। 

উল্লেখ্য, গম্ভীর পূর্ব দিল্লি কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। এবারই প্রথম নয়, ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সংসদ সদস্য ছিলেন। সেই ঘটনার পরেও থানায় অভিযোগ জানিয়েছিলেন গম্ভীর।

ইত্তেফাক/জেডএইচ