সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নদীতে মিললো ৭ম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ, চার সহপাঠী আটক

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৬:০১

চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে রাহাত (১২) ইসলাম নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাহাতের চার সহপাঠীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুলছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

নিহত স্কুলছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে নগরের চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। সকালে হামিদচর এলাকায় নদীতে রাহাতের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর তার মরদেহ উদ্ধার হয়।

রাহাতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয় রাহাত। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। সবশেষ সকালে রাহাতের মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

রাহাতের বাবা লিয়াকত আলী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এপি