শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা

আপডেট : ০২ মে ২০২৫, ১৩:৪২

চলতি মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শুক্রবার (২ মে) সেই সিরিজের সূচি চূড়ান্ত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত ৯টায়।

আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে শতভাগ জয় রয়েছে টাইগারদের।

ইত্তেফাক/জেডএইচ