সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১১

আপডেট : ০৩ মে ২০২৫, ১৩:০৬

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাকিবুল হাসান শান্ত (২৮), মোছা. খাদিজা বেগম, মো. শামীম (২৫), জুবায়ের হাসান (২২), মো. ইমরুল খান (২৩), সোহেল রানা (৩০), কামরুল ইসলাম (৪০),  সোহেল রানা (৩০), মো. রবিউল হাসান (২২), মো. মোস্তাকিম (২১) এবং মো. শাহীন (৩৫)।

পুলিশ জানায়, শুক্রবার (২ মে) হাতিরঝিল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ হাজার ৮৪০ টাকা এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিসি মো. তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে চোর, পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

 

ইত্তেফাক/টিএইচ