শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভারত থেকে আসা ১০ ‘বাংলাদেশি’কে আটক করেছে বিজিবি

আপডেট : ০৪ মে ২০২৫, ১৬:০৬

মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্তে ভারত থেকে আসা ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০৫ ক্যাম্পের কমান্ডার মনমোহনের নেতৃত্বে বিজিবির একটি দল আটক করে তাদের।

শনিবার (৩ মে) ভোর ৪টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের মাঝপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক ১০ জন জানিয়েছেন, তাদের কাছে বিদেশ যাওয়ার কোনো কাগজপত্র (ভিসা-পাসপোর্ট) নেই। কাজের সন্ধানে তাঁরা ভারতে গিয়েছিলেন। ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাঁরা কারাগারে ছিলেন। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ট্রাকে করে তাঁদের সীমান্তে নিয়ে আসে এবং বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়েছে।

আটককৃতরা হলেন- যশোর জেলার পুলেরহাট এলাকার বাসিন্দা সাইফুল হাসান, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের বাসিন্দা প্রজেনজিৎ দাশ, মাদারীপুর জেলার রাজৈর থানার হাসেনকান্দা গ্রামের বাসিন্দা বিল্লাল শেখ, যশোর জেলার শার্শা থানার কন্যাদা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম, খুলনা জেলার ডুমুরিয়া থানার মোনাবান্দা গ্রামের বাসিন্দা সেজুতি রায়, নড়াইল জেলার সদর থানার পাংকোবিলা গ্রামের বাসিন্দা অর্চনা রানি সরকার, যশোর জেলার নওয়াপাড়া থানার বেদ্দনা গ্রামের বাসিন্দা দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল তাদের। সাজা শেষে বিএসএফ একত্রিত করে তাদের। পরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মুজিবনগরের ভবেরপাড়া মাঝপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে পাঠানো হয়। সীমান্ত পার হওয়ার পরে তাদেরকে আটক করে তল্লাশি করে এবং ক্যাম্প হেফাজতে নেয় বিজিবি।

আটক ব্যক্তিদের মধ্যে দেবদাস বিশ্বাস বলেন, ‘২০২৪ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বহরামপুর বাজারে একটি বহুতল ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলাম। বাংলাদেশের চেয়েও খারাপ পরিস্থিতি ভারতে। গত মাসে পরিবার নিয়ে দেশে আসার সময় বিএসএফ আটক করে জেলে পাঠায়। জেল থেকে হৃদয়পুর সীমান্ত এলাকায় ট্রাকে করে এনে তাদের জড়ো করে এবং কাঁটাতারের মাঝখানে যে দরজা আছে, সেটা খুলে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয় আমাদের।’

তরিকুল ইসলাম বলেন, ২০২০ সালে দালাল চক্রের মাধ্যমে ভারতের উত্তর প্রদেশে কাজের সন্ধানে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন সেখানে একটি ভবনের ক্লিনার হিসেবে কাজ করেছেন। ভারত-বাংলাদেশের মধ্যে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেখানকার পুলিশ অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিচ্ছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,‘সীমান্ত থেকে ১০ জনকে আটক করেছে বিজিবি। থানায় হস্তান্তর করা হয়েছে তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের বাড়ি বাংলাদেশে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।’

ইত্তেফাক/এনটিএম/এমএএস