শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মুজিবনগর সীমান্ত দিয়ে জোর করে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশব্যাক করলো বিএসএফ

আপডেট : ০৪ মে ২০২৫, ১৬:৫২

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ ‘বাংলাদেশিকে’ ঠেলে পাঠিয়েছে বিএসএফ। রবিবার (৪ মে) ভোরে শিশুসহ ১০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আটককৃতরা হলেন যশোর জেলার পুলেরহাট এলাকার সাইফুল হাসান, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের প্রজেনজিৎ দাশ, মাদারিপুর জেলার রাজৈর থানার হাসেনকান্দা গ্রামের বিল্লাল শেখ, যশোর জেলার সাড়সা থানার কন্যাদা গ্রামের তারিকুল ইসলাম, খুলনা জেলার ডুমুরিয়া থানার মোনাবান্দা গ্রামের সেজুতি রায়, নড়াইল জেলার পাংকোবিলা গ্রামের অর্চনা রানি সরকার, যশোর জেলার নওয়াপাড়া থানার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।

বিজিবির জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশে করায় বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে তাদের একত্র করে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মুজিবনগরের ভবের পাড়া সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। 

আটক ব্যক্তিদের মধ্যে দেবদাস বিশ্বাস নামের একজন বলেন, ২০২৪ সালে পশ্চিমবঙ্গে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার জন্য গিয়েছিলেন। গত মাসে পরিবার নিয়ে দেশে ফিরে আসার সময় বিএসএফ আটক করে জেলে পাঠায়। জেল থেকে হৃদয়পুর সীমান্ত এলাকায় এনে জড়ো করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ৯ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

ইত্তেফাক/টিএস