সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সড়ক দুর্ঘটনায় জুলাই যোদ্ধা নিহত

আপডেট : ১১ মে ২০২৫, ১০:১৯

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুর্জয় মিয়া (২২) নামে এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১০ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুর্জয় কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে। পরিবারে চার ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় ছিলেন তৃতীয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন দুর্জয়। গত ১৯ জুলাই ভৈরবে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি তার পরিবার। পরবর্তীতে জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাক চালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন। শনিবার ভোরে ফেনীতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান। শনিবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো.হারুন অর রশিদ জানান, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ছিলেন দুর্জয়। জীবিকার তাগিদে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। গতকাল রাতে ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

সড়ক দু’র্ঘ’ট’নায় জুলাই যোদ্ধা নি’হ’ত