শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

গাইবান্ধায় দেওয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ মে ২০২৫, ২০:২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণ কাজ চলাকালে ভেঙ্গে পরা দেওয়াল চাপায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রোববার (১১ মে) দুপুরে উপজেলা সদরের গিরিদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, রোববার সকালে রফিকুল ইসলামসহ আরও ২জন শ্রমিক প্রতিবেশী পলাশবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মঞ্জু তালুকদারের বাসায় নতুন দেয়াল নির্মাণের জন্য পুরাতন দেয়াল ভাঙতে ছিলেন। হঠাৎ করেই রফিকুলের ওপর দেয়ালটি ভেঙে পরে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে আহত রফিকুলকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

নির্মাণাধীন বাড়ির মালিক সাবেক কাউন্সিলর মো. মঞ্জু তালুকদার জানান, হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটবে সেটা কেউ চিন্তা করেনি।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

তিনি আরও বলেন, এ ঘটনাটি কারো কোনো গাফিলতির কারণে ঘটেছে কিনা, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি