সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বাজারে ‘ডিউরাবিলিটি চ্যাম্পিয়ন’ স্মার্টফোন

আপডেট : ১৫ মে ২০২৫, ০১:৩৬

বৈশ্বিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অপো, ব্র্যান্ডটির সর্বশেষ স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) ১৫ মে, ২০২৫ তারিখে দেশের বাজারে গ্রাহকদের জন্য উন্মোচন করতে যাচ্ছে। 

অপো ‘এ৫এক্স’-এ গ্রাহকরা পাবেন আইপি৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ-লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যা ব্যবহারকারীদের দেবে এই সেগমেন্টে সর্বোচ্চ স্মার্টফোন এক্সপেরিয়েন্স। মূলতঃ আউটডোরে ব্যবহারের কথা ভেবে ডিজাইন করা এই মোবাইল স্থায়িত্ব ও পারফরম্যান্সের দারুণ এক প্যাকেজ।
এই সেগমেন্টের স্মার্টফোনে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। অপো ‘এ৫এক্স’ দিচ্ছে পানি ও ধুলো থেকে আইপি৬৫ প্রোটেকশন। কারণ ব্যবহারকারীদের প্রায়ই আবহাওয়া ও পরিবেশের অনিশ্চিত, বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হয়। অপোর অভিনব ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে ফোন ভেজা থাকলেও নিখুঁত স্ক্রিন রেসপন্স দিতে পারে, এতে ফলস টাচ কমে যায়। তাই ভেজা হাত, এমনকি হালকা বৃষ্টিতেও নির্বিঘ্নে স্মার্টফোন ইউজ করা যায়। এছাড়া- গ্লাভস ব্যবহার করেও ফোনে স্ক্রল করা যায়, কারণ ঠাণ্ডা কিংবা প্রখর রোদে অনেকেই মোটরবাইক চালানোর প্রয়োজনে তা ব্যবহার করেন। অপো ‘এ৫এক্স’ এ আরও রয়েছে- আউটডোর মোড, যেটি সরাসরি সূর্যরশ্মিতে আল্ট্রা-ক্লিয়ার ভিজিবিলিটি নিশ্চিত করে। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন এটি তাদের জন্য যথার্থ স্মার্টফোন।

এই ফোনের স্থায়িত্ব নিয়ে আরও বলা যায়- অপো ‘এ৫এক্স’ এ রয়েছে, ১৪-স্টার সার্টিফিকেশন সহ মেলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং এসজিএস গোল্ড সার্টিফিকেশন; সবমিলিয়ে  শক্তিশালী ও দৃঢ় নিরাপত্তা, যা এই প্রাইস সেগমেন্টে খুব কমই দেখা যায়। তাই কর্মক্ষেত্রে অথবা কোথাও গমনকালে ভুলবশত: হাত থেকে পড়ে যাওয়াসহ বিভিন্ন দুর্ঘটনায় ‘এ৫এক্স’ গ্রাহকদের দেবে আত্মবিশ্বাসের সঙ্গে সুরক্ষা।

এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “যেসব ব্যবহারকারীরা আউটডোরে লম্বা সময় কাটান অপো ‘এ৫এক্স’ বিশেষত তাদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। পানি, ধুলো ও ড্রপ রেজিস্ট্যান্স এই স্মার্টফোনটি প্রতিটি মুহূর্তেই নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকে।  এটির স্লিম ডিজাইন সারাদিনব্যাপী কমফোর্ট দিয়ে ইউজারের পাশে থাকে।”

ইত্তেফাক/এমএএম