সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

গণতান্ত্রিক রাজনীতি গ্রহণ করে নিজেদের বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে পিকেকে

আপডেট : ১২ মে ২০২৫, ১৫:৩২

তুরস্ক ঘোষিত 'সন্ত্রাসী সংগঠন' কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) নিজেদের বিলুপ্ত করে গণতান্ত্রিক রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছে।

কুর্দি রুদাও টেলিভিশন জানিয়েছে, সংগঠনের একটি কংগ্রেসের পর পিকেকে তুরস্ককে তাদের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওচালানকে আইনি ও রাজনৈতিক নিশ্চয়তা প্রদানের আহ্বান জানিয়েছে।

পিকেকে'র কংগ্রেস এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, কুর্দি সমস্যা এমন এক পর্যায়ে গেছে যেখানে গণতান্ত্রিক ও রাজনৈতিক উপায়ে এটি সমাধান করা যেতে পারে এবং পিকেকে তার ঐতিহাসিক লক্ষ্য পূরণ করেছে। পিকেকে ভেঙে দেওয়ার এবং সশস্ত্র লড়াই বন্ধ করার সিদ্ধান্ত স্থায়ী শান্তির জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করে।

তাদের মতে, কুর্দি নেতা ওচালানকে ঘোষিত প্রক্রিয়া তত্ত্বাবধান করার জন্য, গণতান্ত্রিক রাজনীতিতে তার অধিকার সমুন্নত রাখতে হবে এবং তাকে পূর্ণ আইনি নিশ্চয়তা প্রদান করতে হবে। এই পর্যায়ে, তুরস্কের সংসদের ঐতিহাসিক ভূমিকা গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

পিকেকে আরও বলেছে, আমরা গণতান্ত্রিক সম্প্রদায়কে, বিশেষ করে আন্তর্জাতিক স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী আমাদের বন্ধুদের, আধুনিক গণতান্ত্রিক তত্ত্বের অংশ হিসেবে বিশ্বব্যাপী সংহতি বৃদ্ধির আহ্বান জানাই।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, নিরাপত্তার কারণে পিকেকে দুটি ভিন্ন স্থানে সমাবেশ করেছিল। ২৩২ জন প্রতিনিধি কংগ্রেসে অংশ নিয়েছিলেন।

তুরস্কের সঙ্গে ৪৭ বছরের সামরিক সংঘাতের পর পিকেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষের দিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওচালান, পিকেকে-অনুমোদিত সমস্ত গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করে আঙ্কারার সাথে সশস্ত্র সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানান এবং পিকেকে ভেঙে ফেলার ডাক দেন। এরপর সংগঠনটি ১ মার্চ তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করে এবং একটি কংগ্রেস আহ্বানের জন্য তাদের প্রস্তুতির কথা জানায়।

প্রসঙ্গত, সিরিয়ায় থাকা কুর্দিদের শাখাগুলো কংগ্রেসের সিদ্ধান্তগুলো সমর্থন করবে কি না, সে সম্পর্কে এখনো তথ্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এসকে