আকস্মিক পতনের মধ্যে ৩১ জানুয়ারির পর প্রথমবারের মতো শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ১ লাখ ৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে। এই সংখ্যা বাংলাদেশি মূদ্রায় ১ কোটি ২৭ লাখ ৪৭ হাজারের টাকারও বেশি।
বাইন্যান্স (Binance) প্ল্যাটফর্মের তথ্য অনুসারে, ভোরের দিকে বিটকয়েনের দাম ০.৩৪% বৃদ্ধি পেয়ে $১০৫,০৩২ হয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর হু হু করে বেড়ে যায় বিটকয়েনের দাম। নির্বাচনের আগে এর দাম সর্বোচ্চ ৭৩ হাজার ডলারে উঠেছিল। এরপর দাম ৯৬ হাজার ডলার ছাড়িয়ে যায় এবং শেষমেশ রেকর্ড ভেঙে ১ লাখ ডলার ছাড়ায়।
ক্রিপ্টো বিশেষজ্ঞরা সে সময় বার্তা সংস্থা তাসকে জানিয়েছিল, বিটকনের দাম সহজেই ১ লাখ ডলার ছাড়িয়ে যাবে এনং এটি ৩ লাখ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি ক্রিপ্টোকারেন্সির বিকেন্দ্রীভূত ব্যবস্থা, কোনো ব্যবহারকারী/অংশগ্রহণকারী এটি কিনতে পারেন। ধারণাটি ২০০৮ সালের নভেম্বরে 'সাতোশি নাকামোটো' ছদ্মনামে প্রকাশ করা হয়েছিল।