শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সুপ্রিম কোর্ট বন্ধ থাকলেও খোলা থাকবে ১৭ ও ২৪ মে

আপডেট : ১২ মে ২০২৫, ১৭:১১

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঈদের আগে বিচারিক ও দাফতরিক কার্যক্রম চালিয়ে নিতে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) সুপ্রিম কোর্ট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সাধারণ ছুটির সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতসমূহে ১১ ও ১২ জুন ঈদ উপলক্ষে ছুটি থাকবে। তবে বিচারিক ও দাফতরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে, যেসব দিন সাধারণত সাপ্তাহিক ছুটি, সেসব দিন আদালত খোলা থাকবে এবং যথারীতি বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ উভয়েই এই সিদ্ধান্তের আওতায় থাকবে। ফলে ছুটির পূর্ববর্তী সময়েও বিচারপ্রার্থীরা প্রয়োজনীয় সেবা পাবেন বলে আশা করা যাচ্ছে।

ইত্তেফাক/টিএস