গাজায় ইসরায়েলি বর্বর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় কর্মরত প্রায় দেড় হাজার জন মানবিক সংস্থার কর্মী এবং জরুরি চিকিৎসা দলের সদস্য নিহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (PRCS) এ তথ্য জানিয়েছে।
সংস্থার একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, গাজায় এখন পর্যন্ত নিহত মানবিক কর্মী এবং জরুরি চিকিৎসা দলের সদস্যদের সংখ্যা ১ হাজার ৪০০ জন ছাড়িয়ে গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামাস ইসরায়েলি সীমান্তবর্তী বসতিগুলোর বাসিন্দাদের ওপর হামলা চালায় এবং ২৫০ জনেরও বেশি লোককে জিম্মি করে। হামাস এই আক্রমণকে জেরুজালেমের পুরাতন শহরে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিশোধ হিসেবে বর্ণনা করে।
এরপর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালয়ে ৫০ হাজারের বেশি মানুষকে হত্যা করে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনি অঞ্চলে হামলার শুরুর সঙ্গে সঙ্গে লেবানন এবং সিরিয়ার কিছু অংশে বিমান হামলা চালায় ইসরায়েল।