বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ ইউপি সদস্যের

আপডেট : ১৩ মে ২০২৫, ১৩:৩৩

কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের অভিযান টের পেয়ে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পাননি ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে খুরুশকুল তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সদর থানার দারোগা নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ তাকে ধরার চেষ্টা চালায়। আর পুলিশ দেখে বাবুল মেম্বার পুকুরের নেমে মাঝ বরাবর দাঁড়িয়ে পুলিশকে হাতজোড় করে বলতে থাকেন, ‘আমার মা মারা গেছেন, কাল কুলখানি। আজকে গ্রেপ্তার করবেন না, একদিন সময় দিন।’ কিন্তু পুলিশ তার অনুরোধ রাখেনি। স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য বাবুলের মা গত ৮ মে মারা যান। ১৩ মে তার কুলখানি হওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে তিনি পুলিশকে অনুরোধ করেছিলেন, যেন অন্তত কুলখানির দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার না করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্য বাবুলও একজন অভিযুক্ত। তিনি পলাতক থাকায় এবং মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করতে হয়েছে। আইন সবার জন্য সমান হওয়ায় তার অনুরোধ টুকু রাখা সম্ভব হয়নি।

ইত্তেফাক/এপি