শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

সীতাকুণ্ড প্রেস ক্লাবে হামলার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ মে ২০২৫, ১৭:৪৪

সীতাকুণ্ড প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের দায়ে ক্লাবের পক্ষ থেকে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ ২ জনকে বহিষ্কার এবং ৩ জনের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী জহিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম গত ৭ ফেব্রুয়ারি বহিরাগত একদল সন্ত্রাসী নিয়ে প্রেস ক্লাবে হামলা হামলা, ভাঙচুর ও লুটপাট করেন। এতে বাধা দিলে ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুককে পিটিয়ে গুরুতর আহত করেন এবং ক্লাব দখল করে নেন। পরে প্রেস ক্লাব নেতারা গত ৩ মে ক্লাব পুনরুদ্ধার করেন।

সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি ফোরকান আবু বলেন, তারা ক্লাবে হামলা চালিয়ে অনেক ক্ষতিসাধন করে। ক্লাবের যাবতীয় আসবাবপত্র, ৮টি সিসি ক্যামেরা, ২টি আলমিরাসহ ব্যাপক ক্ষতিসাধন করেন এবং কল্যাণ ট্রাস্টের বেশ কিছু নগদ টাকাও ছিনতাই করেন। 

এই ঘটনায় প্রেস ক্লাবের সভাপতি মো. ফােরকান আবু বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ  অজ্ঞাতনামা ২০–২৫ জনের  বিরুদ্ধে মামলা করা হয়।  প্রেস ক্লাবের সাধারণ সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জহিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। 

ইত্তেফাক/টিএস