ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর গ্রামে মাদকাসক্ত ছেলের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুশয্যায় রয়েছেন এক মা।
মঙ্গলবার (১৩ মে) সকালে মামুন তার মা লায়লা বেগমকে কৌশলে রুটি বানানোর কথা বলে ডেকে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে সাতটি কোপ দেয়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
নাসির তালুকদার নামে এক স্থানীয় বাসিন্দা জানান, মামুন তার মাকে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে নির্মমভাবে কুপিয়ে আহত করে। এর আগেও সে মাকে মারধর করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন একজন মাদক ও জুয়াসক্ত যুবক। প্রায়ই মায়ের কাছে টাকা চাইত। কিছুদিন আগে এই নির্যাতনে বিরক্ত হয়ে মা লায়লা বেগম মেয়ের বাড়ি চলে যান। আজ সকালে তিনি বাড়ি ফিরলে আবার টাকা দাবি করে মামুন। মা অপারগতা প্রকাশ করলে এ হামলা চালায় সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা মামুনকে আটক করেছি। তার মা লায়লা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি।