সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

উপাচার্যের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট : ১৩ মে ২০২৫, ১৯:২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে আমরণ অনশনের পাশাপাশি বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আল্টিমেটাম দেয় তারা। বিকেল সাড়ে ৪টার মধ্যে উপাচার্য অপসারণ না করায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী দূর পাল্লার বাস, অভ্যন্তরীন বাস চলাচলসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। ২৮ দিন ধরে চলমান আন্দোলনের কোন পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি। অথচ শেষ মুহূর্তে এসে ফেসবুক লাইভে আসছেন। আমাদের স্পষ্ট কথা তার মতন ফ্যাসিস্ট উপাচার্য আমরা চাই না।

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অধ্যাপক ড. মুহসীন উদ্দীন বলেন, জুলাই বিপ্লবে প্রথম স্বাধীন হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একজন ফ্যাসিস্ট উপাচার্যের হাত থেকে রক্ষার জন্য বিপ্লবী শিক্ষার্থীদের আমরণ অনশন করতে হচ্ছে এটা জাতি ও রাষ্ট্রের জন্য দুঃখজনক। তিনি দ্রুত সময়ের মধ্যে আমরণ অনশনকারীদের রক্ষা করতে দ্রুত ফ্যাসিস্ট উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের গৌরবকে সমুন্নত করার দাবী জানান।

বাংলা বিভাগের প্রভাষক তায়েবুন নাহার মিমি বলেন, প্রশাসন থেকে ইতিবাচক সংবাদ না পাওয়ায় আমরণ অনশনকারীদের মুখে একটু পানিও দেয়া যাচ্ছে না। তিনি দাবী করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবী অল্প সময়ের মধ্যে মেনে নিয়ে সমাধান করা হোক।

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষকরা। কর্মকর্তা-কর্মচারীদের একাংশও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছে। আন্দোলনকারীরা ব‌লেন, আমাদের যৌক্তিক আন্দোলনকে মেনে নিয়ে উপাচার্য সরিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ছিলাম। কিন্তু তারা আমাদের কথার কোনো কর্ণপাত করেননি। তাই উপাচার্য যদি পদত্যাগ না করলে মহাসড়ক অবরোধ করে দক্ষিণবঙ্গ অচল করার সিদ্ধান্ত হয়েছে।

ইত্তেফাক/টিএস