শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

কমানোর একদিন পরই বাড়লো স্বর্ণের দাম

আপডেট : ১৩ মে ২০২৫, ২২:৪৫

টানা কয়েক দফা দাম কমানোর পর অবশেষে বাড়ানোর ঘোষণা এলো স্বর্ণের বাজারে। মঙ্গলবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণ ও রূপার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার (১৪ মে) থেকে সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম বৃদ্ধির তথ্য জানায়।

এখন থেকে দেশের বাজারে ভরিতে ১ হাজার ৫৬৩ টাকা বেড়ে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজারি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম