বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

গলায় ইট-বালুর বস্তা বাঁধা মরদেহ ভাসছিল পাগলা নদীতে

আপডেট : ১৬ মে ২০২৫, ১২:৪৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পাগলা নদী থেকে গলায় ইট ও বালুর বস্তা বাঁধা একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই বক্তির বয়স আনুমানিক ৪০ হতে পারে বলে ধারণা পুলিশের। 

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টা দিকে পাগলা নদীর তত্তীপর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশে এসে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, আরও কয়েকদিন আগে হত্যার পর ওই ব্যক্তিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটির গলায় ইট ও বালুর বস্তা বাঁধা ছিল। নদীতে ডুবে গিয়ে লাশ গুমের উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। প্রাথমিকভাবে অজ্ঞাত ওই লাশটির পরিচয় নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ। তবে মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের গলায় ইট ও বালুর বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে হত্যার পর তাকে নদীতে ফেলা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

ইত্তেফাক/এপি