বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

আকাশ থেকে কক্সবাজারের নুনিয়া ছড়ায় খুলে পড়ল বিমানের চাকা

আপডেট : ১৬ মে ২০২৫, ১৭:৩৫

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইটের একটি চাকা খুলে পড়ে যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর এই ঘটনা ঘটে। ৮ বছর পর আবার একই ঘটনা ঘটল।

আজ শুক্রবার (১৬ মে) কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। তবে শেষ পর্যন্ত ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে বিমানটি।

বেলা ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি ৪৩৬ ফ্লাইটটি। এটি ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ। এতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জরুরি বার্তা পাঠিয়ে জানান, তিনি জরুরি অবতরণ করতে চান। বার্তা পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিসের দল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর বলেন, ‘কক্সবাজারের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি জানার পর আমরা জরুরি অবতরণের ঘোষণা দিই। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম রানওয়ের পাশে অবস্থান নেয়।’

তিনি আরও জানান, ‘বেলা ২টা ২০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সব যাত্রী নিরাপদে নেমেছেন। বিমানের যান্ত্রিক ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

নামপ্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দর সংশ্লিষ্ট একজন জানান, রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। পরে চাকাটি কক্সবাজারের নুনিয়া ছড়া থেকে সংগ্রহ করা হয়।

বিমানের বিশেষজ্ঞদের মতে, পেছনের এক চাকাতেও নিরাপদে অবতরণ সম্ভব। তবে এমন ঘটনায় যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ২০১৭ সালে সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে চাকা খুলে যায়। ওই বছরের ২৫ অক্টোবর সকালে ঢাকা থেকে আসা বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।

পরে সকাল ৯টায় সৈয়দপুর থেকে ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে উড্ডয়নের পরই বিমানের পেছনের একটি চাকা রানওয়ের বাইরে খুলে পড়ে যায়। চাকা খুলে যাওয়ার ঘটনা তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন ওই এলাকার বাসিন্দরা। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ টাওয়ারের মাধ্যমে বিমানের পাইলটকে চাকা খুলে পড়ার বিষয়টি জানান। পরে বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে চাকাটি উদ্ধার করেন।

সৌভাগ্যক্রমে বিমানের পাইলটদের দক্ষতার কারণে দুটি বিমানই সতর্কতার সাথে ঢাকায় অবতরণ করতে পেরেছে।

ইত্তেফাক/আরআর