শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

ভালো নেই দীপিকা, চিন্তিত স্বামী শোয়েব

আপডেট : ১৭ মে ২০২৫, ১১:৩৩

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা জুটি শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কর ২০১৮ সালে চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। বিয়ের পাঁচ বছর পর জন্ম হয় তাদের একমাত্র সন্তান রুহান। এখনও তার বয়স ৩ বছর পার না হওয়া কোলের সন্তানের মাকে ছাড়া যেন একমুহূর্তও চলে না।

এ তারকা জুটির সুখের সংসারের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন। তবে এবার ইব্রাহিম-দীপিকা ভক্তদের জন্য রয়েছে মন খারাপ করা খবর। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা ইব্রাহিম। সেখানে জানান  দীপিকার শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ। লিভার টিউমারে আক্রান্ত তিনি। এমন পরিস্থিতিতে ছেলে ও স্ত্রীকে নিয়ে চিন্তিত তিনি।

ভিডিওতে শোয়েব ইব্রাহিম বলেন, ‘দীপিকা ভালো নেই। আমার মনে হয় পেটে কোনও সমস্যা হয়েছে। যখন আমি চণ্ডীগড়ে ছিলাম তখন ওর পেটে ব্যথা শুরু হয়। আমরা ভেবেছিলাম, হয়তো অম্বলজনিত সমস্যা। কিন্তু ব্যথা কিছুতেই যখন কমছে না তখন পারিবারিক চিকিৎসকের কাছে যান দীপিকা। পারিবারিক চিকিৎসক আমার বাবারও চিকিৎসা করেন। তিনি কয়েকটি অ্যান্টিবায়োটিক দেন। বেশ কয়েকটি রক্তপরীক্ষা করাতে বলেন। ৫ মে পর্যন্ত অ্যান্টিবায়োটিক খান দীপিকা। সেই সময় তিনি সুস্থই ছিলেন। বাবার জন্মদিনের পর আবার পেটে ব্যথা শুরু হয়। এরইমধ্যে রক্ত পরীক্ষার রিপোর্টও চলে আসে। যখন বোঝা যায় শরীরে কিছু একটা সংক্রমণ হয়েছে।’

শোয়ের আরও বলেন, ‘আবার চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক সিটি স্ক্যান করাতে বলেন। জানা যায় দীপিকা পেটের বাঁ দিকে একটি টিউমার হয়েছে। এটা টেনিস বলের মতো আকারের হয়ে গেছে, যা শুনে আমরা অবাক হয়ে যাই।’

বলে রাখা ভালো, এখনও বেশ কয়েকটি রিপোর্ট হাতে পাওয়া বাকি অভিনেত্রী। ওই রিপোর্টে আরও কোনও দুঃসংবাদ রয়েছে কিনা, তা ভেবেই চিন্তিত শোয়েব। 

চিকিৎসক যদিও দীপিকাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তবুও তাকে নিয়ে দুশ্চিন্তা কমছে না স্বামী শোয়েবের।

 

ইত্তেফাক/পিএস