শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

গাজীপুরে কারখানার পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ 

আপডেট : ১৭ মে ২০২৫, ১৫:১১

গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় সরবরাহ করা পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানার শ্রমিকরা জানান, কারখানায় অন্তত ৪ হাজার শ্রমিক কাজ করেন। শনিবার সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা ট্যাপ থেকে পানি পান করেন। এর আধঘণ্টা পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের আশপাশের হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।

এ ব্যাপারে সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরানো, বমিভাব, পেট ব্যাথার মতো লক্ষণ রয়েছে। তাদের বেশিরভাগই চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছে। তবে আক্রান্ত রোগীরা এখন আশঙ্কামুক্ত রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ বলেন, এখন পর্যন্ত ৬০-৭০ জনের মতো অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছ। অসুস্থ হওয়াদের মধ্যে পেটের পীড়া, বমি বমি ভাব রয়েছে।

ইত্তেফাক/এপি