শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

দুবাই থেকে দেশে ফিরে আসছেন নাসুম

আপডেট : ১৮ মে ২০২৫, ১৫:২৩

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভিসা সংক্রান্ত জটিলতায় বিমানবন্দর এলাকাতেই প্রায় তিন দিন আটকে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে সমস্যা কাঁটিয়ে শুক্রবার রাতে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন এই দুই টাইগার ক্রিকেটার।

রিশাদ-নাহিদের দলে পাওয়া নিয়ে শঙ্কা থাকায় দেশ থেকে ডেকে পাঠানো হয় স্পিনার নাসুম আহমেদকে। শুক্রবার রাতেই দুবাইয়ে উদ্দেশে দেশ ছাড়েন তিনি। তবে সমস্যা মিটে যাওয়ায় রোববার (১৮ মে) ফিরে আসছেন নাসুম।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'এখানে ভিসা সংক্রান্ত জটিলতা হচ্ছিল। যার কারণে আমরা নাসুমকে দুবাইতে এনেছিলাম। কিন্তু এখন আর সমস্যা নেই। নাহিদ ও রিশাদ দলের সঙ্গে যোগ দিয়েছে। আর তাই নাসুমকে দেশে পাঠানো হচ্ছে। দেশে ফিরেই চারদিনের ম্যাচে খেলবে।'

গতকাল থেকে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। যদিও প্রথম ম্যাচের দলে ছিলেন না রিশাদ-রানা। প্রথম ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে টাইগাররা।

ইত্তেফাক/জেডএইচ