শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপন দুর্নীতির বাতিল হওয়া মামলার রায়ের বিরুদ্ধে ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব মার্জনা চেয়ে লিভ টু আপিল করেছে দুর্নীতি দমন কমিশন। এক যুগের বেশি সময় আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন।
দুদকের এই আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৫ জুলাই তারিখ ধার্য করেছেন আপিল বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার (১৮ মে) এই তারিখ ধার্য করেন।
আইনজীবীর তথ্য অনুসারে, ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার কার্যক্রম বাতিল চেয়ে শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেছিলেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব মার্জনা চেয়ে চলতি বছরের ৫ মার্চ লিভ টু আপিল করে দুদক। লিভ টু আপিলটি ১৭ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১৮ মে নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় বিষয়টি আজ আপিল বিভাগের কার্যতালিকায় ২৬ নম্বর ক্রমিকে ওঠে।