সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৮ মে ২০২৫, ১৭:৪৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস স্টেশন ২ ঘণ্টা অবরুদ্ধ করে কক্ষের সামনে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। 

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ডমিডওয়াইফারী, ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সকে ডিগ্রী পাস সমমান করার দাবীতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সিনিয়র স্টাফ নার্সরা সশরীরে অবস্থান নিতে অসম্মতি জানালে রোববার (১৮ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচী-পালন করা হয়। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত এক মাস ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে সরকার কোন পদক্ষেপ নেয়নি। এ জন্য নার্সিং শিক্ষার্থীদের একের পর এক কঠোর কর্মসূচী দিতে বাধ্য হতে হচ্ছে। এদিকে সিনিয়র স্টাফ নার্সরা আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করলেও স্ব-শরীরে অবস্থান নিতে অসম্মতি জানিয়েছে। নার্সিং পেশার মর্যাদা রক্ষার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। 

রংপুর নার্সিং স্টুডেন্টস অর্গানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বিজয় বলেন, গত ১৭ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিটেনডেন্টের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করি। এতে সিনিয়র স্টাফ নার্সরা একাত্মতা ঘোষণা করলেও তারা আন্দোলনে আসেনি। তাই নার্সিং স্টেশন দুইঘন্টা অবরুদ্ধ কর্মসূচী পালন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবী আদায় না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

ইত্তেফাক/এএইচপি