সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

তিন ছেলেসহ ইয়াহিয়া সিনওয়ারের ভাইকে হত্যা করেছে ইসরায়েল

আপডেট : ১৮ মে ২০২৫, ১৯:১৩

গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়ে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের আরেক ভাই জাকারিয়া সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলায় জাকারিয়ার তিন ছেলেও নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা সাফা জানিয়েছে, শনিবার দিনগত রাতে নুসাইরাত শরণার্থী শিবির লক্ষ্য করে চালানো বিমান হামলায় তারা নিহত হন। জাকারিয়া সিনওয়ার গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাসের অধ্যাপক ছিলেন।

ইয়াহিয়া সিনওয়ারের ভাই জাকারিয়া সিনওয়ার। ছবি: সংগৃহীত

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন এর আগে জানিয়েছিল, নিহত হামাস প্রধানের আরেক ভাই এবং তার দশ সহযোগীর লাশ দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে পাওয়া গেছে।

রাতভর ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১০০ জনেরও বেশি নিহত

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত রাতভর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দেকরান ফোনে রয়টার্সকে বলেছেন, রাতারাতি আমাদের কমপক্ষে ১০০ জন শহীদ হয়েছে। ইসরায়েলি বোমা হামলায় পুরো পরিবার নাগরিক নিবন্ধনের রেকর্ড থেকে মুছে গেছে।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলি বোমা হামলায় আরও পাঁচ সাংবাদিক নিহত

রোববার (১৮ মে) গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মেডিকেল সূত্র।

নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন আবদুল রহমান আল আবাদেলা, খালেদ আবু সেফ, আজিজ আল হাজ্জার, আহমেদ আল জায়তানি এবং নুর কান্দিল।

সূত্রটির বরাতে টিআরটি নিউজ জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি এবং তাঁবুতে হামলায় পরিবারের সদস্যদের সঙ্গে একজন নারী সংবাদিকও নিহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, নতুন এই প্রাণহানির ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২২২ জনে দাঁড়িয়েছে।

ইত্তেফাক/এসকে