যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন ৬টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা বাস্তবায়নের দাবি তুলেছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত প্রায় দুই লক্ষাধিক মানুষ।
রোববার (১৮ মে) জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বরের সামনে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৬টি ইউনিয়নের আশপাশের এলাকাবাসী নিয়ে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা ‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি’ ‘ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে নতুন উপজেলা’ এসব স্লোগান দেন।
মানববন্ধনে কাজিপুর উপজেলার পূর্ব পাশের নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুরনগরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, কাজিপুর উপজেলার ৬ ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ বহু বছরের বঞ্চনা ও অবহেলা থেকে মুক্তির দাবি জানিয়ে আসছে। যমুনা উপজেলা ও ‘নদী ভাঙলে জমি খাস আইন বাতিলের দাবি’তে সংগ্রাম করে আসছে তারা। আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবগতি করছি, অতিবিলম্বে বিষয়টি দেখার জন্য জোর দাবি জানাচ্ছি।
দাবি আদায়ে প্রয়োজনে আমৃত্যু সংগ্রাম করে যাবেন বলে তারা জানান।