সাভারে কিস্তির পাওনা টাকা দিতে না পারায় এক ইজিবাইক চালককে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইজিবাইক ব্যবসায়ী গ্যারেজ মালিক রফিকের বিরুদ্ধে।
শরীরে শিকলের সঙ্গে চারটি তালা দিয়ে বেঁধে রেখে তাকে তিন ঘণ্টা ধরে নির্যাতন করা হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করেন। গত (১৮ মে) রোববার সকালে সাভারের হেমায়েতপুর-মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই ইজিবাইক চালকের নাম আজিজুল ইসলাম। সে জামালপুর জেলার সদর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে।
ভুক্তভোগী আজিজুল ইসলাম জানায়, গত রোজার মাসে সে স্থানীয় গ্যারেজ মালিক রফিকের কাছ থেকে একটি ইজিবাইক ভাড়ায় চালানোর জন্য নেন। পরে ছিনতাইকারীরা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা বিচার সালিশ করে আজিজুলকে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এরপর থেকে তিনি প্রতিদিন ইজিবাইক চালিয়ে ৫০০ টাকা করে কিস্তির মাধ্যমে এখন পর্যন্ত ২০ হাজার টাকা পরিশোধ করেন।
জানা যায়, মাথায় আঘাত পাওয়ার কারণে শনিবার (১৭ মে) আজিজুল কাজে যেতে না পারায় দৈনিক ৫০০ টাকার কিস্তিও পরিশোধ করতে পারেননি। এর জের ধরে যাদুরচর এলাকার ইজিবাইক ব্যবসায়ী ও গ্যারেজ মালিক রংপুরের রফিক রবিবার সকালে আজিজের বাসায় গিয়ে তার কোমরে শিকল পেঁচিয়ে চারটি তালা দিয়ে জানালার গ্রিলের সাথে আটকে রেখে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর দুপুর ১২টার দিকে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন এসে তালা ভেঙ্গে ইজিবাইক চালক আজিজকে মুক্ত করেন।
এ বিষয়ে অভিযুক্ত রফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।