শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

বিএনপিপন্থী চার আইনজীবীকে কারণ দর্শাতে নোটিশ দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

আপডেট : ১৮ মে ২০২৫, ২২:৪৮

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে ‘অপেশাদারত্বমূলক’ আচরণ বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বিএনপিপন্থী চার আইনজীবীকে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (১৮ মে) চার আইনজীবীর প্রতি পৃথক নোটিশ দেওয়া হয়।

চার আইনজীবী হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবদুল খালেক মিলন, ফোরামের ঢাকা বার ইউনিটের প্রাথমিক সদস্য মো. জাবেদ ও এস এম ইলিয়াস হাওলাদার।

পৃথক নোটিশে আলাদাভাবে ওই চার আইনজীবীর উদ্দেশে বলা হয়, ১৭ মে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে আপনার (আলাদাভাবে চার আইনজীবী) ‘অপেশাদারত্বমূলক’ আচরণ ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যা দলীয় ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে। এহেন অযাচিত ও অপেশাদারত্বমূলক আচরণের জন্য আপনার (পৃথকভাবে চার আইনজীবী) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সভাপতি ও মহাসচিব বরাবর লিখিতভাবে আগামী তিন দিনের মধ্যে কারণ ব্যাখ্যা করার জন্য আপনাকে আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সিদ্ধান্ত অনুসারে ওই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় বলে ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমানের সই করা পৃথক নোটিশে উল্লেখ করা হয়েছে।

ইত্তেফাক/এএম