সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. শফিকুল ইসলামকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে মারধরের এ ঘটনা ঘটলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মারধরের শিকার অধ্যাপক মো. শফিকুল ইসলাম শাবিপ্রবির পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, শাবিপ্রবির ওই শিক্ষক ব্যক্তিগত গাড়ি চালিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। পথে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছাকাছি এলে এক ব্যক্তি হঠাৎ মোটরসাইকেল নিয়ে তার গাড়ির সামনে চলে এলে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে ওই মোটরসাইকেল চালক এসে তাকে মারধর করেন।
বিষয়টি জানাজানি হলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এসে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। আধা ঘণ্টার মতো অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং রাত সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ চলেছে।
এসময় সেনাবাহিনীর একটি দল এসে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে। তবে সেখানে সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা চলছিল।
হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ে আসা হয়েছে। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। শিক্ষককে মারধর করা ব্যক্তিকে ধরতে তারা অভিযান চালাচ্ছে।
ভুক্তভোগী শিক্ষককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে সহকারী প্রক্টর।