শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

কি লজ্জার বিষয়: বাঁধন

আপডেট : ১৯ মে ২০২৫, ১৮:৫৩

দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন  অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার (১৯ মে) ফেসবুক পোস্টে ফারিয়াকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে বাঁধন লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।’ 

অভিনেত্রী আরও লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’

গতকাল ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থানা থেকে নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আজ হত্যাচেষ্টা মামলায় ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ইত্তেফাক/পিএস