কক্সবাজারের ঈদগাঁওতে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৬ ঘন্টা পর মোহাম্মদ তামিম (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে ঈদগাঁও ফুলেশ্বরী নদীর পোকখালীর পূর্ব গোমাতলী অংশে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার সদস্য (মেম্বার) আমান উল্লাহ।
মৃত মোহাম্মদ তামিম (১২) পূর্ব গোমাতলী এলাকার আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
তামিমের প্রতিবেশী শহিদুল্লাহ (৩৫) ও মেম্বার আমান উল্লাহ জানান, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে পূর্ব গোমাতলী বাজার এলাকার বাঁধের ধারের দোকানের পেছনের নদীতে মাছ ধরতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছিল। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফুলেশ্বরী নদীর ঐ অংশে খোঁজ করেও পায়নি। কিন্তু সকাল ৮টার দিকে ডুবে যাওয়া স্থান হতে অল্প দূরে ভেসে উঠে। দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের সঙ্গে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এ সময় স্বজনদের কান্নায় বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠে।
শহিদুল্লাহ আরও জানান, বেলা সাড়ে ১২টার দিকে জানাজা শেষে তামিমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।