‘বিএনপির রাজনীতিবীদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’- হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যকে ‘শিশুসুলভ’ বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেন, রাজনৈতিক অপরিপক্বতার কারণে তিনি এই মন্তব্য করেছেন। তার এই বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতারা বিব্রত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে ‘কুমিল্লায় বিএনপির রাজনীতিবীদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’ এমন বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিএনপি।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ সকল (হাসনাত আবদুল্লাহ) ছেলেমানুষি নেতাদের রাজনীতির মাঠে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদেরকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। দেশের জনগণ নির্বাচন চায়। সরকার নির্বাচনকে যতই বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে।
তিনি আরও বলেন, হাসনাত আবদুল্লাহ কিংস পার্টিখ্যাত এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। তার বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। তার এমন বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হলো। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।
প্রসঙ্গত, গত ১৬ মে বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই সম্মেলন করা হয়। ওই সম্মেলনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে।’