হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ওঠার সময় ধরা পড়েছেন।
সোমবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ৪৩৭) কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম আমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে কর্মরত একাধিক সংস্থার কর্মকর্তা জানান, ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭ কক্সবাজার যাওয়ার শিডিউল ছিল। আটক ব্যক্তি টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার হন।
বোর্ডিং পাস না নিয়েই দ্বিতীয় ধাপও পার হন তিনি। এরপর বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কার্ড দেখাতে পারেননি। পরে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নেওয়া হয়েছে।
এদিকে কঠোর নিরাপত্তার মধ্যে কিভাবে ওই ব্যক্তি এতদূর পর্যন্ত যেতে পারলেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।