শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সাভারে মাথায় গুলি করে রংমিস্ত্রিকে হত্যা

আপডেট : ২০ মে ২০২৫, ০১:১৫

সাভারের ব্যাংক কলোনি এলাকায় শাহীন (২৬) নামে এক পরিবহন রংমিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনসংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে। তিনি রেডিও কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি গাড়ির গ্যারেজে রংমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শাহীন এক সাদা শার্ট পরিহিত ব্যক্তির সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যাংক কলোনির একটি শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুদূর যেতেই ওই ব্যক্তি হঠাৎ শাহীনের মাথায় গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় শাহীন তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

ইত্তেফাক/এমএএম