সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশের পর শুরু হওয়া বিতর্ক আরও জোরালো করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ তুলেছেন, বাইডেনের গুরুতর স্বাস্থ্য পরিস্থিতি অনেক দিন ধরে গোপন রাখা হয়েছে। খবর এফপির।
সোমবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'এত গুরুত্বপূর্ণ তথ্য এতদিন গোপন রাখা হলো কেন, সেটাই ভাবনার বিষয়। স্টেজ নাইনের মতো পর্যায়ে পৌঁছাতে অনেক সময় লাগে।'
এর এক দিন আগেই বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়, তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে এবং তা হাড়েও ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়, তিনি প্রোস্টেট ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরনে আক্রান্ত, যার গ্লিসন স্কোর ৯ — যা প্রায় সর্বোচ্চ (১০) এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রেড হিসেবে বিবেচিত।
বাইডেনের শারীরিক অবস্থা ঘিরে বিতর্ক নতুন মোড় নেয় চলতি সপ্তাহে প্রকাশিত একটি বইয়ের পর, যেখানে দাবি করা হয়েছে— প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের মানসিক সক্ষমতা হ্রাস পাচ্ছিল, কিন্তু বিষয়টি হোয়াইট হাউস চেপে যায়। ট্রাম্প এই বইয়ের বক্তব্যকে হাতিয়ার করে ক্যানসার ইস্যুকে রাজনৈতিক বিতর্কে রূপ দিয়েছেন।
ক্যানসার বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, স্ক্রিনিং পরীক্ষার সীমাবদ্ধতার কারণে বাইডেনের ক্যানসার দেরিতে ধরা পড়া অস্বাভাবিক কিছু নয়। উন্নত চিকিৎসা সুবিধাপ্রাপ্ত অনেকের ক্ষেত্রেও এমনটি হতে পারে। কিন্তু ট্রাম্প এসব ব্যাখ্যায় সন্তুষ্ট নন।
ট্রাম্প বলেন, 'চিকিৎসক বলেছিলেন বাইডেনের মানসিক সক্ষমতায় কোনো সমস্যা নেই, এখন দেখা যাচ্ছে তিনি ক্যানসারেরও চূড়ান্ত পর্যায়ে। জনগণকে এত কিছু থেকে অন্ধকারে রাখা হয়েছে।'
২০২৪ সালের নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প বারবার বাইডেনের মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রোববার বাইডেনের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরের পর তিনি প্রথমে ‘বেদনাহত’ হওয়ার কথা বললেও, ২৪ ঘণ্টার মধ্যেই নিজ ঘনিষ্ঠদের উৎসাহ দেন বিষয়টি নিয়ে সরব হতে। নিজেও গণমাধ্যমে মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়ে তোলেন।