শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

হাটহাজারীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, পিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৫, ১৫:০৬

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে মানিক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ১২টায় উপজেলার দক্ষিণ মাদার্শার আহমদীয়া পাড়ার মুকুম তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক ওই এলাকার মৃত জামালের পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আহমদীয়া পাড়ায় পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মানিককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে, কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

দক্ষিণ মাদার্শা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বাদশা মঙ্গলবার সকালে জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মানিক নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং থানায় মামলাও হয়েছে বলে শুনেছি।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ  আহম্মেদ আশরাফ মঙ্গলবার সকালে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারে পর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুইজনকে আটকও করা হয়েছে।

ইত্তেফাক/এপি