শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী, লাশের পাশে কান্না করছিল দুধের শিশু 

আপডেট : ২১ মে ২০২৫, ১৯:২৪

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যা করে স্বামী পালানোর খবর পাওয়া গেছে। তবে, কখন কিভাবে কেন হত্যার ঘটনা ঘটলো তা জানা যায়নি। ২১ মে (বুধবার) উপজেলাধীন তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে জয়নাল আবদীনের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃতের নাম আকলিমা। তার স্বামীর নাম আদনান ইসলাম মিলন। তারা দু’জনে কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে। 

বুধবার (২১ মে) সকালে দুধের শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে পাশের কক্ষে প্রবেশ করেন ভাড়াটিয়ারা। ভিতরে গিয়ে শিশুটির মায়ের মরদেহ বিছানার মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। তখন আকলিমার ৬ মাসের শিশুটি লাশের পাশে ছিল। 

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করে গাজীপুর মর্গে প্রেরণ করেছে। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ভিকটিমের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে এটি হত্যা। কারণ তার গায়ের নানা স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্বামী পলাতক, তাকে আটকের জন্য আমরা চেষ্টা করছি। আমরা লাশটি উদ্ধার করে জিডি মূলে ময়নাতদন্ত করতে মর্গে পাঠিয়ে দিয়েছি। লিখিত অভিযোগ পেলেই মামলা রুজু করা হবে। 

খোঁজ নিয়ে জানা যায়, মৃত আকলিমার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায়। তিনি ভালুকা উপজেলার মাহাদিন কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম আদনান ইসলাম মিলন। তিনি স্কয়ার ফ্যাক্টরির ফিনিশিং সেকশনের আয়রন ম্যানের কাজ করতেন।

ইত্তেফাক/এএম/এসএস